রাধারমণ দত্ত রচিত গান নং ৪১০

জীবন থাকিতে গো পিরীতে আর মন দিও না ।।
ও তোর পদে ধরি বিনয় করি গো, ওহে গো ললিতা সখি
আমি কাতরে করি গো মানা ।
ঘরে বাইরে হইলাম দোষী কিবা দিবা কিবা নিশি
চিন্তিতেছি বিরলে বসিয়া
আমার ভেবে তনু হইলো সারা গো, কান্দাশূণ্য দিন যাবে না ।
মনপ্রাণ দিয়ে বান্ধা পাইবে লোকের নিন্দা
রাখবে জীবন শেলেতে বিন্ধিয়া
তোর নিত্যই প্রেমের একাদশী গো, দ্বাদশীর আর নাই পারণা
রাধারমণ চান্দের প্রাণ, হয়না কেন সমনধামান
পাপ প্রেমের তার কি বাখান
আমার যায়না কেন সে যেখানে গো, প্রাণে আর ধৈর্য মানে না ।।