রাধারমণ দত্ত রচিত গান নং ৮৭৯

নমস্তে তারিণী কৈলাসবিলাসিনী ত্রিনামী ত্রিপদগামী
ত্রাহিমাং পতিত জনে।।
অনন্তরুপিণী গো মা কে জানে তোমার মহিমা
বেদাগমে না পায় সীমা জানে গো পঞ্চাননে।
সাধনভজন ছিল নাহি বিদ্যাবুদ্ধি জ্ঞান নাহি
ভক্তি প্রেম রস রক্ষ মাং রাধারমণে।।