রাধারমণ দত্ত রচিত গান নং ৮৫৫

মুখে একবার হরি বল ওরে মন দিন বিফলে গেল
সাধের মানব জনম দুর্লভ জনম আরনি ভবে হবে বল।।
দশ ইন্দ্রিয় না হলে বশ, মন আমার বাউল
কামক্রোধ রত্নধন সমর্পণ যে দিল
আসল সহিতে ভরা শুকনায় ডুবিল।।
ভেবে রাধারমণ বলে মন আমার বাউল
জিতে না পুরিল আশ মরিলে কি পুরিব।।