রাধারমণ দত্ত রচিত গান নং ৬৫৪

আমার বন্ধু আনি দেওগো তোরা
আমার কালা আনি দেওগো তোরা
কই ও শ্যাম মনোহরা ।।
পোড়া অঙ্গ জুড়াইতে আইলাম গো তোদেরই পাড়া ।
ওরে মারিয়ো না মারিয়ো না দূতী
আমি তোদেরই পিরীতের মারা ।।
ভাবিয়ে রাধারমণ বলে ভাবিয়া তনু হইলো গো সারা ।
ওরে মারিয়ো না মারিয়ো না বন্ধু
শ্যাম আছে গোপনের ফাড়া ।।