রাধারমণ দত্ত রচিত গান নং ৪৫৯

বল বন্ধু তুমি নি আমার রে, ওহে রে হৃদয় রতন ।।
শ্রীচরণে হইতাম দাসী মুই কামিনী অভিলাষী
অন্তিমকালে মম বাঞ্ছা করিও পূরণ ।।
মনের মানুষ পাইবার আশে ডুব দিয়াছি প্রেম সায়রে ।
সুধা ভাবি গরল খাইয়াছি আমার মনের আশা পুরলো না রে ।।
ওহে রে হৃদয়রতন
কেবল কানু কলঙ্কিনী নাম জগতে হইলো প্রচারণ ।।
ঘরে বাদী কালননদী গঞ্জনা দেয় নিরবধি
মনের মানুষ কেমনে পাশরি ।
ও তার গঞ্জনাতে ভয় রাখিনা ওহে রে হৃদয়রতন
তোর নামটি লইলে হয় ভয় নিবারণ ।।
যোগী ঋষি না পায় ধ্যানে, সে পদ আমি পাবো কোন সন্ধানে
কেবলমাত্র ভরসা মনে ।
পাতিতপাবন নাম শুনিয়াছি রে, ওহে রে হৃদয়রতন
কহে ভক্তিশূণ্য রাধারমণ ।।