রাধারমণ দত্ত রচিত গান নং ৬২১

নিদয় হবে বলি আগেতে না জানি বন্ধু শ্যাম গুণমণি ।
আমি তোমার তুমি আমার ভিন্ন নাই যে জানি ।
ওরে আমায় ছাড়িয়ে ভদ্রার কুঞ্জে পোহাইলো রজনী ।।
আর তুমি হওরে কল্পতরু আমি হই রে লতা ।
ওরে দুইচরণ বেড়িয়া রাখমু ছাইড়া যাইবা কোথা ।
আর ভাবিয়া রাধারমণ বলে শ্যামা গো রসবতী
ব্রজপুরের মাঝে তোমরা কয় ঘর আছো সতী?