গৌরচাঁন হৃদয়ে রাখবো অন্যরে না দেখতে দিবো ।
সখি গো ঢাকা থাকি সেকরা আনবো
প্রেমের সিন্দুক বানাইবো ।
ওগো প্রেমের সিন্দুক প্রেমের তালা
প্রেম সুবাণী লাগাই রাখবো ।
সখী গো বিলাত থাকি ওয়াড় আনবো
প্রেমের বালিশ বানাইবো ।
ওগো প্রেমের বালিশ প্রেমের তোষক
ওগো প্রেমের মশারি টাঙাইবো ।
সখি গো ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
ও গৌরায় কেউরে কান্দায় কেউরে হাসায়
যার প্রেমে মন মজাইবো ।।