এসেছেন গৌর নিতাই জীব তরাই অবনীরে
গৌর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায় ।।
পূর্বরাগে যে সাজিলো প্রেমবারির অন্ত নাই ।।
বারি পূর্বদেশে বরষিলো হে প্রেমধারায় ধরা ভাসিয়া যায় ।।
কেহ বৈসে মেঘের আশে প্রেমনীরে কেহ ডুবতে চায়
কেহ প্রেমসাগরে দিয়াছেরে কেহ মরে জল পিপাসায় ।।
তুলা রাশি মায়ের বিন্দু সে বিন্দু সামান্য নয়
শ্রীরাধারমণে কহে প্রেমবিন্দু লাগলো না হে আমার গায় ।।