হরি বলিয়াছে হরি বলিয়াছে
ব্রজ হইতে সোনার মানুষ নইদে আসিয়াছে ।
গৌর আইলা নিতাই আইলা অদ্বৈত গোসাই
ওগো দুই নয়নে বহে ধারা গুণের সীমা নাই ।
চারিধারে চারিপারে কুটুরী ভরিয়া ভরিয়া
ওগো হরি হরি হরি বলিয়া ধূলায় গড়াগড়ি যায় ।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
ওগো ভাসাইলো সোনার দেশ প্রেমবন্যা দিয়া ।।