রাধারমণ দত্ত রচিত গান নং ৩১১

আমার প্রাণ নিলো গো মুরলী বাজাইয়া
শ্যামের বাঁশি ডাকে জয় রাধা বলিয়া ।।
বাঁশিতে ভরিয়া মধু আকুল কইলায় কূলবধূ
বন্ধে বাজায় বাঁশি নিকুঞ্জে বসিয়া ।
ঘরে জ্বালা ননদিনী বাইরে জ্বালা বাঁশির ধ্বনি
প্রাণ কান্দে সই শ্যামচাঁন্দের লাগিয়া ।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
শ্যামে বাজায় বাঁশি নিগূঢ়ে বসিয়া ।।