গুরু কও মোরে সার শিক্ষা দেও মন্ত্র মোরে যে মন্ত্রে ভব পার । এই সেই বলি মোরে ঘুরাইওনা আর দীক্ষা নিছি শিক্ষা দেও যেই মন্ত্র সার । দক্ষ গুরু জানিয়াই ধরিয়াছি পদ সার অপার ভব পারাবার । ভাবিয়া রাধারমণ বলে গুরু পরম সার কৃপা করি পুরাও গুরু বাসনা আমার