ও প্রাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
মুই অভাগী কলঙ্কের ভাগী কার লাগি হইলাম গো ।
এক প্রেম করছে লোহায় কাষ্ঠে আর প্রেম করছে চণ্ডীদাসে
আর প্রেম করছে বিল্বমঙ্গল চিন্তামণির সাথে ।
প্রেম করা যে সে নয় প্রেম করলে কানতে হয়
প্রেম করলে হাসে যেজন সফল সে সাধনাতে ।
ভাইবে রাধারমণ বলে প্রেম করলাম হেলার ছলে
এখন বুঝি শ্যামচান্দে ঠেকাইলো ফান্দেতে ।।