কদমতলে কে বাঁশি বাজায় গো ঐ শোনা যায় । এগো শ্যামের বাঁশির ধ্বনি শুনিয়ে গৃহে থাকা হইলো দায় । শোন গো ললিতে সই তোমারে নিরলে কই গো এগো চল যাই গো জলের ছলে যমুনায় ভাইবে রধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে গো চরণ বিনে অধীনি পাগলিনী প্রায় গো ।