রাধারমণ দত্ত রচিত গান নং ৮৫০

মাইয়া কি তায় চিনলে নারে মন।।
মাইয়ার অনন্ত গুণ জ্বলন্ত আগুন মাইয়াতে জন্মমরণ।।
করেন মাইয়ার সাধন নন্দের নন্দন দ্বাপর যুগে বৃন্দাবন
মাইয়ার মান ঘুচাইতে জুড়হাতে মাঘে রাইর চরণ সাধন।।
মাইয়ার প্রেমরসে ভাসে পেয়ে উজ্জল রসের আস্বাদন।
মাইয়ার রুপেতে স্বরুপ মিশাইয়ে শ্যাম অঙ্গ হয় গৌরবরণ।।
দেবের দেব মহাদেব জানেন মাইয়ার যতন
নিয়ে উরে হৃদি শিরে নারী করে কৃষ্ণযোগ সাধন।।
আছে রসিক দ্বাদশ গোস্বামী মাইয়ার প্রেমে মহাজন
আমি বামন হইয়ে চান্দ ধরতে আশা কহে শ্রীরাধারমণ।।