রাধারমণ দত্ত রচিত গান নং ৯৩৩

জলে যাইও না গো রাই
আইজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই
মায়ে পিন্দইন যেমন তেমন বইনে পিন্দইন শাড়ি
শ্রীমতি রাধিকায় পিন্দইন কৃষ্ণ নীলাম্বরী।
ভাইবে রাধারমণ বলে শোন গো ধনী রাই
কালার লাগি হইছইন পাগল কমলিনী রাই।।