হের না হের না সখীরে হের নয়ন ভরি। ঘাটের কূলে বিপুলারে প্রদক্ষিণ করে বাঁকে বাঁকে খৈ বরিষণ করে।। সঙ্গে লইয়া সাতবার প্রদক্ষিণ সাত নমস্কার বর বুইলা শতবৃক্ষ শ্রীহরির সম্মান।। রাধারমণ কয় গো ধনী শুন এ বচন ধীরে ধীরে কন্যা লইয়া করয়ে গমন।।