কি হেরিলাম গো নদীয়াপুরে
সোনার বরণ গৌরচাঁন দেখলে পরাণ বিদুরে ।।
তোরা কেউ চাইয়োনা গোরার পানে কি জানি কি জানে
পরাণ বরশি দিয়া প্রেমডুরেতে টানে ।।
ধন দিলাম জন দিলাম কূল দিলাম যাচিয়া
এ নবযৌবন দিলাম গৌর রাঙা পায় ।।
এমন সুন্দর গৌর রুপে কাঁচা সোনা
হৃদয় মাঝে সিদ কাটিয়ে বানাইয়াছে থানা ।।
বাউল রাধারমণ বলে মনেতে ভাবিয়া
জাত কূলমান সবই দিলাম গৌর রাঙ্গা পায় ।।