প্রেম করিয়া প্রাণে আমায় কান্দাইলায় গো বিনোদিনী রাই
কোনো কথা আছে নি তোমার মনে ।।
রাই গো তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নজলে গো
এগো তিলেকমাত্র না দেখিলে বাঁচিনা পরাণে গো
রাই গো ভাইবে রাধারমণ বলে ঠেকছি বিষম মায়াজালে গো
এগো এ জাল কাটিয়ে আমি যাবো কোনখানে গো ।।