রাধারমণ দত্ত রচিত গান নং ৩২৭

আর শোন শোন শোন মন দিয়া
কালায় প্রাণ নিলো মুরলী বাজাইয়া ।।
ঘরে রইতে নারি বাঁশির রব শুনিয়া ।।
আর কদম্বেরি তলে বসি
কালায় নাম ধরিয়া বাজায় বাঁশি ।
ঘরে রইতে নারি বাঁশির রব শুনিয়া ।।
আর ঘরে গুরুজন বৈরী
আমি ফুকারিয়া না কান্দতে পারি ।
আমি কতই রইমু পরার অধীন হইয়া ।।
আর ভাইবে রাধারমণ বলে
মনে মনে ভাবে কেনে
ওরে আসবো তোমার প্রাণবন্ধু নিকুঞ্জে আসিয়া ।।