রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে ।।
নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে ।
গৌরাঙ্গ প্রেমসিন্ধু মাঝে ভাবের বন্যা লাগিয়াছে ।
শ্রীবাসাদি ভক্তবৃন্দ গৌর প্রেমে মাতিয়াছে ।।
শ্রীগৌরাঙ্গ প্রেম সলিলে রুপ সনাতন ডুবেছে ।
তীরে বইসে হরিদাস প্রেমের লহর গনতেছে ।।
শ্রীরাধারমণে বলে যেজন প্রেমে মইজেছে ।
জন্মমৃত্যূ কইরে বারণ ব্রজধামে চইলেছে ।।