রাধারমণ দত্ত রচিত গান নং ২৭০

রাধাপ্রেমের ঢেউ উইঠাছে গো ডুবু রসের নদীয়ায় ।
নিয়ে রাধারমণ রাধার মন, রাধার ঋণ শোধিতে ভেসে বেড়ায় ।।
সঙ্গিনী স্বগণের খেলা ব্রজপুরে ব্রজের খেলা
করিয়ে কীর্তনের মেলা কেউ হাসে কেউ গায়
জয় রাধা শ্রী রাধা বলে গৌরা হাসে কান্দে ধূলায় লুটায় ।।
কখন বলে যাও সখাগণ কইরে মধুর নিকুঞ্জবন
কই সে আমার সঙ্গীনিগণ প্রাণাধিকা রাই ।
অমনি ভাবে বুঝিয়ে নিত্যানন্দ শিঙায় রব তুলিয়ে বমবম বাজায় ।
ভাবিনী ভাবে বিরাম নাই কখন বনে গোষ্ঠেতে যাই
কইরে আমার ধবলী গাই কইরে ভাই বলাই ।
ওহে রমণ বলে প্রাণ গৌরাঙ্গ এমনি নিত্যানন্দ বামে দাড়ায় ।।