নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা ।
তুমি আসলে আনন্দ হবে নিরানন্দ রবে না
কটিতে কিঙ্কিনি সাজে চরণে নূপুর বাজে
অঙ্গে শোভে পীত ধড়া ।
গৌরার গলে শোভে বনমালা মস্তকে মোহনচূড়া ।।
পূর্বে ছিলো ননীচোরা ব্রজগোপীর মনোহরা দুই নয়ন বাঁকা
গৌরার শ্যামল অঙ্গে মাখামাখি মন হইয়াছে মাতোয়ারা ।।
ভাইবে রাধারমণ বলে সবে বুঝি পাইতে পারে
আমার কপাল পোড়া
তুমি ভাবের গৌর কল্পতরু কইরোনা চরণ ছাড়া ।।