রাধারমণ দত্ত রচিত গান নং ৮২৬

ঘরের মাঝে ঘর বেঁধেছে আমার মনোহরা
জাগা হয়না ঘরের মাঝে সে থাকেনা ঘর ছাড়া।।
বায়ান্ন গলি তিপ্পান্ন বাজার ঘরের মধ্যে পোরা
মূল কোঠায় মহাজন বসে নামটি ধরে সে অধরা।
ঘরে কেবা ঘুমায় কেবা জাগে কেবা দেয় রে পাহারা।
ছয় চোরায় চুরি করে পবন দাস দেয় পাহারা
সংসার জুড়ি ঘর বেঁধেছে থাকিয়া সে মরা
ধরমু করি জনম গেল না হইল ধরা
ভাইবে রাধারমণ বলে ডুবিল মূলের ভরা
ঘরে থইয়া ধরতে আমি না পারিলাম অধরা।।