রাধারমণ দত্ত রচিত গান নং ২৩২

জাত মারি রাখিয়াছে ঘরে গৌরচাঁন গুণমণি
তুই আমারে ছুইসনা সজনী ।
আমার বাতাস লাগবো যারো গায়
কূল যাবে কলঙ্ক হবে ঠেকবে বিষম দায়
ঘরে রইতে পারবে না গো হইয়া যাবে উদাসিনী ।
আসিও না নিকটে পড়িবে সংকটে
আমার মতো কলঙ্কিনী নাই গো এ জগতে
শ্রীরাধারমণ বলে চিত্তে জ্বলে আগুনি ।।