কেনে আইলাম জলে গো সই কেনে আইলাম জলে
না হেরিলাম শ্যামরুপ কদম্বের তলে গো ।।
সাঞ্জাবেলা জল ফেলিয়া চলি আইলাম জলে
দেখবো বলি শ্যামরুপ কদম্বের তলে গো
বিধি অইলো বাম গো না জানি কোন কলে
নিতাইর শ্যাম আইজ নাই কদমতলে গো
ভাইবে রাধারমণ বলে শ্যামে মোরে ছলে
কও গুরু শ্যামের দেখা পাইমু কোন কলে গো ।