ও বিশখা গো, আমার মত জনম দুঃখি নাহি গো সংসারে
রসিকচান্দে প্রেমডোরে বান্ধিয়াছে মোরে।।
বন্ধে আশা দিয়া রাধিকারে ভাসাইল সাগরে
এখন বন্ধু আইল না গো রইল চন্দ্রার বাসরে।।
আমি নিদ্রার ছলে শুইয়া থাকি স্বপনে বন্ধুরে দেখি গো
এগো জাগিয়া না পাই চিকন কালারে।।
ভাইবে রাধারমণ বলে ঠেকিয়াছি বরির কলে
বন্ধু অভাগিনী জানি মোরে দরশন দেওরে।।