গৌরচান পরার অধীন বানাইলা আমারে সুরধনীর তীরে তীরে গৌরচান নৃত্য করে গৌরা আঁখি টেরে ভুলাইলা আমারে।। গৌরা যারে কৃপা করে অনায়াসে তরাইতে পারে তুমি ভবযন্ত্রণা দিও না আমারে। ভাইবে রাধারমণ বলে রেখো গৌর চরণতলে তুমি চরণছাড়া কইর না আমারে।।