রাধারমণ দত্ত রচিত গান নং ২৪৯

নিতাই উদয় নদীয়ায় ।।
কাঁচা সোনা গৌর বরণ রাইভাবে কানাই বলাই ।।
শচীর সুত নন্দের নন্দন যেই নবদ্বীপ সেই বৃন্দাবন
যুগল কুণ্ডল গিরি গোবর্ধন জাহ্নবী যমুনার ঠাই ।।
সুরধনীর দুই ধারে নবদ্বীপ আর শান্তিপুরে
ভজগি অদ্বৈতের ঘরে ভাইবে রাধারমণ গায় ।।