রাধারমণ দত্ত রচিত গান নং ৩২৮

উদাস বাঁশি বাজলো কোন বনে গো প্রাণ ললিতে ।
বাঁশির স্বরে কান্দে প্রাণ ধরাইতে না পারি মোর চিত্তে ।।
বাঁশি বাজায় শ্যামরায় শুনলে আমার প্রাণ যায়
আয় গো আয় আয় গো আয় আর পারিনা গৃহে রহিতে
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে গো
জাতকূলমান সব দিয়াছি ঐ কালার পিরিতে ।।