নিশি শেষে কেনে এসে দেও রে কালা যন্ত্রণা
তুমি যে শ্যাম চন্দ্রার বন্ধু ডাকি আমি জানি না।
মুখে বল রাধার বন্ধু অন্তর তোমার ভাল না
জানতাম যদি রাই রঙ্গিনী তোমায় প্রাণ সঁপতাম না।
মান করে রাই কমলিনী কালরুপে আর হেরব না
এবার বন্ধু পড়লে মোরে কাঁদলে মান আর ভাঙবো না।
ভাইবে রাধারমণ বলে কেন কর ভাবনা
কাজ তোমার আছে রাইর পায়ে কেন ধর না।।