আমার প্রেমময়ী রাধারে সুবল দেও আনিয়া ।
তুমি না আসিলে রাধা দিবে কে আনিয়া ।
যখন আছিলাম রে সুবল রাধা পাশরিয়া
উচাটন করে প্রাণ রাধার লাগিয়া ।।
যখন চলিলো রে সুবল রাধা আনিবারে
মধুর মধুর রব শোনা যায় রাধারে বুঝাইতে ।।
হীন রাধারমণ বলে মনেতে ভাবিয়া
সোনার অঙ্গ মলিন হইলো রাধার লাগিয়া ।।