পতিতপাবনী মা তারা ভবদারা ব্রহ্মময়ী গো।
অজ্ঞান বালকে ডাকি ভববন্ধন বিমোহিত করুণাময়ী গো।
আমি অনিত্য সংসারে সুখে মত্ত
ভুলে ভুলে দিন যায় স্ত্রী পুত্র ধনের মায়ায়
মোহের মদিরা পানে না চিন্তিলাম পরম তত্ত্ব
ত্রিতাপে তাপিত অঙ্গ অনুষঙ্গ হইল মা
মাগো মা বিনে সন্তানের দুঃখ কার কাছে কহি গো।।
মিছে মায়ামোহে দেহ পরিপূর্ণ
এ তনু আপনা নয় রিপুর বশে রয়
আত্মবশে হইয়ে মাগো না চিন্তিলেম ধন
কহে শ্রীরাধারমণ এই নিবেদন মা
মাগো মা বিনে সন্তানের দুঃখ কার কাছে কহি গো।।