শুনহে মনভাই তুই বড় গোয়ার অমৃত ছাড়িয়া বিষ করবে আহার ।। সুধামৃত হরিনাম জগতের সার কুমতি সঙ্গদোষে সকলই অসার ।। দুর্লভ মানব জন্ম না হইবে আর শ্রীহরি সম্বল ভবসিন্ধু তরিবার ।। হরিনাম চিন্তি মনে জপো অনিবার শ্রীরাধারমণে ভণে হরিনাম সার ।।