রাধারমণ দত্ত রচিত গান নং ৬৪৮

আমায় ফাঁকি দিয়ে গেলো গো সখি শ্যাম নটবর কালিয়া
তারে দেইখছি থনে লাইগছে মনে না যায় পাহরানা ।।
হাসিতে মতিতে বন্ধুর স্বভাব দেখি ভালা ।।
চলনে মিলনে বন্ধুর স্বভাব দেখি ভালা ।।
ভাইবে রাধারমণ বলে শোন রে কালিয়া
কার কুঞ্জে মন মজাইলায় আমায় পাহরিয়া
দেশ বিদেশে রিপোট করি পাইলাম না ঠিকানা ।।