মিলিল মিলিল মিলিল রে আজ কুঞ্জে রাধা কানাই মিলিল রে। শ্রীরাধিকার প্রেমরসে বিচিত্র পালঙ্ক ভিজে কানাইর মাথার চূড়া হালিল রে। শ্যামকুঞ্জের জল অতীব সুশীতল মকর কুঞ্জে কানাই শোভিল রে ভাইবে রাধারমণ কয় রাধা কানাইর মিলন হয় মধুর বৃন্দাবন আজ প্রেমরসে ভাসিল রে।।