আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়
আরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়।।
কদম ডালে বইসারে বন্ধু রঙ্গে ঢঙ্গে আগা
শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা।।
তমাল ডালে বইসারে বন্ধু বাজাও রঙ্গের বাঁশি
সুর শুনিয়া রাধার মন হইল উদাসী
ভাইবে রাধারমণ বলে মনের কথা কয়
কৃষ্ণ প্রেমে রাধার মন প্রেমানলে দয়।।