রাধারমণ দত্ত রচিত গান নং ৬১৩

কহ কহ প্রাণনাথ নিশির সংবাদ
কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ ।
সিন্দুরের বিন্দু দেখি লাগিতে কপালে
মুখকিনি হাসু হাসু চউখ ঝিম ঝিম করে ।
কটিবাস পীতবাস রাখিয়াছো কোথায়
নবীন বেশ পরিধান করিলে কোথায় ।
ভাইবে রাধারমণ বলে রাখিও রাঙা পায়
আমি মইলে বধের ভাগী তুমি নি অইবায় ।