রাধারমণ দত্ত রচিত গান নং ৯০১

হরির নাম লও রে মন লও কৃষ্ণ নাম
এই নাম জপিলে পূর্ণ হবে মনস্কাম।।
হরির নাম বল রে বদনে বল হরির নাম
হরির নামে পার হব জগৎ, যাব নিত্যধাম।।
অনিত্য সংসারে আমার ডুবে আছে মন
হরির নামে চালাও বৈঠা চল বৃন্দাবন।
ভাইবে রাধারমণ বলে মানব জন্ম যায় বিফলে
আমি অন্তিমকালে লইতে যেন পারি হরির নাম।