রাধারমণ দত্ত রচিত গান নং ৮১০

আমার দেহতরী কি দিয়া গড়িলায় গুরুধন।
আমি ভূতের বেগার খাইটে মইলাম
পাইলাম না শ্রীগুরুর চরণ।।
নায়ের আছে ষোলো গুড়া
মধ্যে মধ্যে আছে জোড়া ওবা গুরুধন।
নায়ের হাইল মানেনা গুণ
বলে না মন মাঝি ভাই পাই না দর্শন।।
পার হইতাম গেলাম ধাইয়া
সে পারে পাষাণের মাইয়া ওবা গুরুধন।
মাইয়ায় পার করে না
কুলে বইসা ভাবতে আছে রাধারমণ।।