ও আমার প্রাণকৃষ্ণ কই গো বল গো আমারে
ও আমি কৃষ্ণ সেবায় দেহ দিতাম কারে।।
মনে হয় যোগিনী হইতাম কর্ণেতে কুণ্ডল বসাইতাম
ও আমার বিধি যদি দিত পাখা, যাই দেশ দেশান্তরী।।
শোন গো চম্পকা দিদি পাইয়াছিলাম গুণনিধি গো
ও গুণনিধি পেয়ে হইল আজ বাদী গো।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে গো
ও আমি অভাগিনী কর্মদোষে আমার বিধি হইল বাদী গো।