মন ঐ গুরু পদে ধরে তারে চিন মন
তোর রঙ্গে রসে যাবে না দিন ।
বিলাতের কর্তা যিনি মন হইবি স্বাধীন
মন রে হবিগঞ্জ নবিগঞ্জ কলিকাতা তেলিগঞ্জ রে
আশুগঞ্জের লাইনের ভিতরে মন আমার ঘোরাবি কতদিন ।
রাস্তায় রাস্তায় থাম গজিয়ে তার বসিয়ে রে
তারে চিনিয়ে দেবো ঠুকারে মন, দিনের খবর পাবে দিন
ভাইবে রাধারমণ বলে মানব জন্ম যায় বিফলে
গুরুর চরণ পাবে বলে রে মন আশায় আশায় গেলো দিন ।।