রাধারমণ দত্ত রচিত গান নং ৭৬৭

সখী উপায় কি করি
প্রেম বিরহে অঙ্গ জ্বলে আর কত বা ধৈর্য ধরি।। ধু।।
হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
না জানিতাম এত জ্বালা সুধার মাঝে আছে করি।
সুধায় যে গরলের কার্য আগে কেমনে আন্দাজ করি
হাসিমুখে খাইয়া এখন যন্ত্রণা হইয়াছে ভারী।
কি হইয়াছে ওগো বধূ জিগায় ননদ শাশুড়ী
কি কই আর কই না কেমনে যন্ত্রণা অসহ্য ভারী।
ভাবিয়া রাধারমণ বলে না বাঁচি না মরি
সুখের লাগি দুঃখ বাড়াইলাম এখন উপায় কি করি?