রাধারমণ দত্ত রচিত গান নং ২৫৫

প্রেম সিন্ধু উথলিলো অদ্বৈত হুংকারে গৌরাঙ্গ দেশে আসিলো ।।
সঙ্গে নিত্যানন্দ প্রেমবন্যায় জগৎ ভাসিলো ।।
ভক্তিমেঘ রামানন্দ স্বরুপ জগদানন্দ
হরিদাসের মহানন্দ জলধারা বহিলো
স্থাবর জঙ্গম হইতে পতঙ্গ সব ভাসিয়ে গেলো ।।
হরিনামামৃত জলে আঙিনায় তরঙ্গ খেলে
গৌরাচাঁন্দের এমনী লীলে প্রেমজলে জগৎ ডুবিলো
পতিত পাষণ্ডী অধম পাষণ্ডী কেহ বাকি না রহিলো ।।
জলে করলো সর্বনাশ গেলো ধনমানের আশ
কঠিন হইলো গৃহে বাস জলে উদাসী করিলো
শ্রীরাধারমণকে এবার জলে না ছুইলো ।।