রাধারমণ দত্ত রচিত গান নং ৭৮৫

ও বন্ধু নবীন রসিয়া
কেমনে বঞ্চিমু গৃহে তোমা ছাড়া হইয়া
নয়নজলে বুক ভাসিয়া যায়, না চাইলায় ফিরিয়া
তুমি এত পাষাণবুকী আগে জানিনা
না জানিয়া পিরিত করি এতেক যন্ত্রণা।।
চাতক রইল মেঘের আশে মেঘ না হইল তায়
জল বিনে যুবতী রাধা কি হইবে উপায়
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
এতদিনে পাইছি বন্ধু না দিব ছাড়িয়া।।