কি রুপ হেরিয়া আইলাম কদমতলে ।।
আর গো শ্যামের মৃদূ হাসি বদন কমলে ।।
যাইতে যমুনার জলে শ্যামকালা জলে মিলে
কালরুপ হেরিয়া নয়ন আমার ভুলে ।।
ত্রিভঙ্গের ভঙ্গিমা বাঁকা চূড়ার উপর ময়ূর পাখা
কত মধু মালতীর মালা দিয়াছি গলে ।।
ভাইবে রাধারমণ বলে প্রেমানলে অঙ্গ জ্বলে
সখি বঞ্চিত করিও নাকো তোমরা সকলে ।।