রাধারমণ দত্ত রচিত গান নং ৮৫৭

যাবে যদি মন সহজ ভাবের দেশে।।
অধর মানুষ বিরাজ করে সহজ রসে।।
হিংসা নিন্দা খুটিনাটি কৈতবাদি ময়লামাটি ছেড়ে হও খাটি
ত্যেজে গরল হওরে সরল রিপু ইন্দ্রিয় নেও বশে।।
সহজ রসে অধর ধরা সহজের ফুল জিতে মরা হইলে হয় সারা
দেহতরী শ্রদ্ধা পালে অনুরাগ বাতাসে।।
সহজরস আনন্দ চিন্ময়
সহজ ভাবে নারী প্রেমের উদয় সাধলে সিদ্ধ হয়
রাধারমণ বলে মনরে রইলে কার আশে।।