যে সুখে রাখিয়াছে প্রাণনাথে গো, সে দুঃখ আর বলবো কি ।।
যারে কইলাম যৌবনদান তার কীসের কুলমান
দেখি তারে পাই কি না পাই গো ।
কান্দি আমি দিবানিশি এই মনে অভিলাষী
দেখি তারে পাই কি না পাই গো
আমি যারে ভালবাসি সে তো জ্বালায় দিবানিশি
বুঝি তার পাষাণের হিয়া গো
মনের দুঃখে রমণ বলে এই শেল রহিলো দিলে
এই শেল খসিবো রমণ মইলে গো ।।