রাধারমণ দত্ত রচিত গান নং ৪৯৫

রসের দয়রদী শ্যামরায়
আমি কাঙ্গালিনী তোমার পানে চাই ।।
আর রুপ দেখি ঝলমলি
প্রাণি আমার নিলায় হরি
ওরে চাতকিনী হইয়ে আমি
সে রুপ ধরিতে চাই ।।
আর দূরে থাকি দেখা ভালো
নিকন্টে মিশিয়া রইয়ো ।
ওয় রে ভিন বাসিয়ো না অবলারে
চরণতলে দিয়ো ঠাই ।।
আর ভাইবে রাধারমণ বলে
প্রেম করি কালিয়ার সনে
ওয়রে গোপীর মতন উদাসিনী
আমারে বানাইতে চায় ।।