রাধারমণ দত্ত রচিত গান নং ২৬২

ভবসিন্ধু পার হবে যদি মন আয়
মোহ নীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ।।
নাইরে শ্রীগৌরাঙ্গ প্রেমতরঙ্গে ভাবের বৈঠে যায় ।।
শ্রীরুপ কান্ডারীর কাটা, রঘুনাথ আর কাটার ডেটা
মহন্তাদি ডেটায় পাড়া কান্ডারীর হিলায় ।
হরিদাস তার আছেন পালে, ধন্য রামানন্দ রায়
মুকুন্দকে দিয়ে কপাট, তরী বান্ধা সুরধনীর ঘাট
ষোলো কোঠায় প্রেমের লাট, রসের হাট বসিয়াছে তায় ।
তরী পলকে ব্রহ্মাণ্ড ভেদি গোলক ধামে যায় ।
হিংসা নিন্দা খুটিনাটি, কৈতবাদি ময়লা মাটি
সাধু সঙ্গে হইয়ে খাটি বলরে তরায় ।
রাধারমণ ভনে ভবসিন্ধু পারের সময় গইয়া যায় ।