বাঁশি বিনয় করি তোরে
নাম ধরিয়া ডাকিয়ো না অবলা রাধারে ।।
বাঁশি রে আমিও অবলা নারী
দুঃখ পাই অন্তরে ।
তবু কেনে নিষ্ঠুর বাঁশি
বাঁশি যন্ত্রণা দেও মোরে ।।
বাঁশি রে শইলে স্বপন দেখি
বন্ধু লইছি কোলে ।
জাগিয়া না পাইলাম তারে
কাল নিদ্রা গেলো ছুটে ।
বাঁশিরে চুয়া চন্দন ফুলের মালা
গাঁথিয়া যতনে
প্রাণ বন্ধু আসিবে বলি
ও সে না আসিলো কুঞ্জে ।।
বাঁশি রে ভাইবে রাধারমণ বলে
মিনতি চরণে জীতে না পূরিলো আশা
মইলে যেন পুরে ।।